অনলাইন ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২০ | ১২:০২ পূর্বাহ্ণ
মাদারীপুরের শিবচরে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে ডুবে সানজিদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা একই এলাকার ওয়াসিম ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে সানজিদা খেলতে খেলতে বাড়ির লোকজনের অগোচরে বাড়ি সংলগ্ন ডোবায় পড়ে যায় । পরিবারের লোকজন সানজিদাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ডোবার পানিতে সানজিদার দেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |