অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২০ | ১০:০৮ পূর্বাহ্ণ
মাদারীপুরে থানার ভেতর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে এক সাইকেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার ভেতর অবস্থিত জিজ্ঞাসাবাদ কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যবসায়ীকে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও হাসপাতাল সূত্র জানায়, সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে সদর উপজেলার মস্তফাপুর থেকে সাইকেল ব্যবসায়ী বজলু খানকে সদর মডেল থানায় ডেকে নিয়ে যায় প্রতিবেশী রাজবাড়ীর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাজ্জাক খান। পরে জিজ্ঞাসাবাদের নামে ওই ব্যবসায়ীকে থানার ভেতরে রাজ্জাক শারিরিকভাবে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারলে ব্যবসায়ী বজলু আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও অভিযুক্ত হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন পুলিশ।
বাংলাদেশ সময়: ১০:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |