অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ১১:৩৪ পূর্বাহ্ণ
মাদারীপুরে তিন দফা দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন আদালতের অধীনে কর্মরত কর্মচারীরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়শেনের মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীরা এতে অংশ নেন। এ সময় তারা তিন দফা দাবী তুলে ধরেন। দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন তারা।
তাদের দাবীগুলো হলো, আদালতের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেলের আলোকে ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে জ্যৈষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর পর পর যুগোপযোগি পদোন্নতি প্রদান, সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন।
বাংলাদেশ সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |