অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনির পান্থাপাড়া নামক স্থানে ট্রাক চাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া বাজারের মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বরিশালগামী একটি পন্যবাহি ট্রাক এসে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। ট্রাক চাঁপায় নিহতের মাথা থেতলে গেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |