অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২০ | ১০:০০ অপরাহ্ণ
মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হাওলাদারকে আটক করেছে র্যাব। এসময় পৌরশহরের বিসিক শিল্প নগরী এলাকার তার বাসা থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ ইফতেখারুজ্জামান জানান, চেয়ারম্যান আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার পালাতক আসামী। তাকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার ভোররাতে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরীর এলাকায় চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনাকালে ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
এঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেপ্তারের পাশাপাশি চেয়ারম্যান আখতার হাওলাদারকে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়কে উদ্ধাকৃত দেশীয় অস্ত্র ও ককটেলসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |