অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২০ | ১১:০২ অপরাহ্ণ
মাদারীপুরের কালকিনির ডাসার ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে কালকিনির দর্শনা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন এলাকার কয়েকশ’ মানুষ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ দীর্ঘদিন ধরে মাসকাসক্ত হয়ে পড়েছেন। এমনকি এলাকার যুবকদেরও এ কাজে লিপ্ত করছেন। এছাড়া অসহায় মানুষের জমি দখল, অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদক বিক্রিরও অভিযোগ করেন তারা। এমতাবস্থায় দ্রুত ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজের পদত্যাগের দাবী জানান এলাকাবাসী। কাজী সবুজ পদত্যাগ না করলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয় মানববন্ধন থেকে।
উল্লেখ, ২০১৭ সালের ১৭ অক্টোবর ইয়াবাসহ ডাসার থানা পুলিশের হাতে আটক হয় ইউপি চেয়ারম্যান কাজী সবুজ। পরে পুলিশের দায়ের করা মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চুরি, ডাকাতি ও অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ সময়: ১১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |