অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২১ | ২:১৪ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন মাদরাসা ছাত্র মো. জাকারিয়া।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ।
প্রথম স্থান অর্জন করা ওই শিক্ষার্থী ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
মো. জাকারিয়া মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর মোট ১০০.৫। এর মধ্যে শুধু পরীক্ষায় ১০০ এর মধ্যে পেয়েছেন ৮০.৫। রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে তিনি দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি।
এছাড়া, ‘খ’ ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর গভার্মেন্ট গার্লস কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত স্কোর ৭৫.৫ নম্বর। মোট ১২০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৯৫.৫ নম্বর। তৃতীয় স্থান অর্জন করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান। ভর্তি পরীক্ষায় ১০০ এর মধ্যে তার প্রাপ্ত স্কোর ৭৪.৭৫ নম্বর। মোট ১২০ এর মধ্যে তিনি পেয়েছেন ৯৪.৭৫ নম্বর।
বাংলাদেশ সময়: ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |