• রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মাঠেই সতীর্থকে মারতে গেলেন মুশফিক!

    অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২০ | ৫:৪৫ অপরাহ্ণ

    মাঠেই সতীর্থকে মারতে গেলেন মুশফিক!

    ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। ম্যাচের শেষের দিকে ঢাকা যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন অধিনায়ক মুশফিককে দেখা গেল তারই দলের সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যেতে! আরেকটু হলে নাসুমের গায়ে বলটাই ছুড়ে মারেন আর কি! মুশফিকের এমন আচরণে সোশ্যাল সাইটে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    সেটা ছিল ১৭তম ওভার। জয়ের জন্য বরিশালের দরকার ৪৫ রান। ওভারের শেষ বলটি অফস্টাম্পের বাইরে ফেলেন শফিকুল ইসলাম। শট নির্বাচনে গড়বড় করে আফিফ হোসেন শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। বলটি ধরতে ছুটে আসছিলেন নাসুম। একইসঙ্গে উইকেটকিপার মুশফিকও ছুটছিলেন ক্যাচ ধরতে। কেউ কাউকে ক্যাচ ধরার ব্যাপারে ‘কল’ করেননি। মুশফিকই ক্যাচটা নেন। এরপরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

    হাফ সেঞ্চুরিয়ান আফিফের ক্যাচ নিয়ে মুশফিক নাসুমের গায়ে সেটি ছুড়ে মারার ভঙ্গি করেন। এরপর প্রচণ্ড রাগে কিছু বলছিলেন নাসুমকে। সতীর্থরা উইকেট উদযাপনে এগিয়ে এলেও মুশফিকের রাগ কমছিল না। তিনি বকেই যাচ্ছিলেন। বেচারা নাসুম মাথা নিচু করে মন খারাপ করে সম্ভবত দুঃখপ্রকাশ করছিলেন। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, হিট অফ দ্যা মোমেন্টে অনেক কিছুই হতে পারে। তাই বলে এক ম্যাচে দুইবার এমন আচরণ করে ঠিক করলেন মুশফিক?

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved