অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট ২০২০ | ৯:৩৯ পূর্বাহ্ণ
বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে এল শত শত স্বর্ণমুদ্রা। একটি নির্মীয়মাণ বাড়ির জমি থেকে স্বর্ণমুদ্রা খুঁজে বার করলেন একদল তরুণ তরুণী। ঘটনাটি ঘটেছে ইসরায়েলে। ১৮ আগস্ট এই গুপ্তধন উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলের অ্যান্টিকুইটিজ কর্তৃপক্ষ। খবর জি নিউজের।
খনন কার্যের দায়িত্বে থাকা লিয়াত নাভাদ-জিভ জানিয়েছেন, আনুমানিক ১,১০০ বছর আগে এই স্বর্ণমুদ্রা মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। যাতে এই পাত্র অন্যত্র সরে না যায়, তার জন্য সব ব্যবস্থা করেছিলেন তিনি। অর্থাৎ তার এই পাত্র পুনরুদ্ধারের পরিকল্পনা ছিল। তবে এই এত স্বর্ণমুদ্রার আসল মালিক কে, তা এখনও জানা যায়নি।
গুপ্তধনের খোঁজ দেওয়া তরুণদের মধ্যে ছিলেন ওজ কোহেন। তিনি বলেছেন, ‘আমি যখন মাটি খুঁড়ছিলাম, দেখলাম একটি পাতলা পাতার মতো। যখন আবার দেখলাম দেখি স্বর্ণমুদ্রা’।
মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, ৪২৫টি ২৪ ক্যারেট স্বর্ণমুদ্রা এখন মহার্ঘ্য। যা দাম হতে পারে তা দিয়ে মিশরের পুরনো রাজধানী ফুস্তাতে সবচেয়ে বিলাসবহুল বাড়ির একটি হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |