অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২০ | ১২:৩৬ অপরাহ্ণ
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মাগুরায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
শনিবার রাত ৯টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সিরিজদিয়ার বটগাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. স্বাধীন মোল্যা (১৮)। সে মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের মৃত শহীদ মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন এবং তার দুই বন্ধু হৃদয় ও রাজু মিয়া বিনোদপুর বাজার থেকে মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয়।
পথে সিরিজদিয়া বটগাছ নামক স্থানে পৌঁছলে মোড় ঘুরাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আঘাত লাগে। এতে স্বাধীন, হৃদয় ও রাজু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |