অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ কক্ষে তরুণীর সঙ্গে “আপত্তিকর অবস্থায়” মোহাম্মদ আলী নামে এক মসজিদের ইমামকে পাওয়া যাওয়ায় তাকে আটকের পর মুচলেখা রেখে ছেড়ে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশরাফবাদ গাউসুল আজম জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মোহাম্মদ আলী বাঞ্ছারামপুর উপজেলার পুরান কদমতুলী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোসেনপুর গ্রামে একব্যক্তি মারা গেলে মাইকে ঘোষণা দিতে লোকজন মসজিদে গিয়ে ইমামের খোঁজ করা হয়। তাকে না পেয়ে মসজিদ ঘেঁষা ইমামের থাকা কক্ষের জানালার ফাঁক দিয়ে “আপত্তিকর অবস্থায়” ইমামকে দেখতে পায় তারা। পরে এলাকাবাসী দরজা ধাক্কাধাক্কি শুরু করলে পেছনের দরজা দিয়ে মেয়েটিকে বের করে দেয় সে। এ ঘটনায় এলাকার লোকজন আরও উত্তেজিত হয়ে উঠে।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন কমিটির সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করেন।
মসজিদের ইমাম মোহাম্মদ আলী জানায়, মেয়েটি তার পূর্ব পরিচিত। তাকে দরজা বন্ধ করে কক্ষে নেওয়ার কথা স্বীকার করলেও তার সাথে মেলামেশা করেনি বলে দাবি করে সে।
ইমামের ভাই আওয়াল মিয়া বলেন, “এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি মসজিদে যাই। পরে ঘটনা জানতে পারি। এলাকার লোকজন মুচলেখা রেখে তাকে আমার হাতে তুলে দেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, “এ খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ মসজিদে যায়। ততক্ষণে মেয়েটি পালিয়ে যায়। মেয়েটির তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেছে ইমাম। তবে আপত্তিকর কিছু হয়নি বলেও দাবি তার।” তবে মেয়েটির পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ওই ইমামের বড় ভাইয়ের জিম্মায় মুচলেখা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |