• শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মসজিদের জায়গায় প্রভাবশালীর বিল্ডিং, পুকুর দখল করে করছেন মাছচাষ

    অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

    মসজিদের জায়গায় প্রভাবশালীর বিল্ডিং, পুকুর দখল করে করছেন মাছচাষ

    কুমিল্লার মুরাদনগরে মসজিদের জায়গা দখল করে এক প্রভাবশালী বিল্ডিং, দোকানঘর নির্মাণ, এমনকি মসজিদের পুকুরও বাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি।

    অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর গ্রামের পশ্চিমপাড়ায় ওয়াক্ফকৃত জামে মসজিদটি ৬৯৮ ও ৬৯৯ দাগের ২৯ শতক জায়গা জুড়ে অবস্থিত। যা বি-এস খতিয়ানও মসজিদের নামে চূড়ান্তভাবে সম্পন্ন আছে। ওই জায়গার দক্ষিণ পূর্বাংশের ৩ শতক জায়গা দখল করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম তলা বিল্ডিং এবং উত্তরাংশে দোকান ঘর নির্মাণ করেছেন একই গ্রামের মৃত আব্দুর রহিম ভুইয়ার ছেলে সিরাজ মিয়া। শুধু তাই নয়, মসজিদের নামে থাকা পুকুর দখল করে নিজেই মাছ চাষ করছেন তিনি। যার কারণে মসজিদের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

    সিরাজ মিয়াকে মৌখিকভাবে একাধিকবার বারণ করে ব্যর্থ হয়েছেন মসজিদ কমিটির লোকজন, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান।
    মসজিদ কমিটির সহ-সভাপতিও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ১৯৮০ সালে স্থানীয়দের উদ্যোগে মসজিদটি স্থাপন করা হয়। ২০০৯ সালে কুয়েতি সংস্থার অর্থায়নে মসজিদটি সুবিশাল ও দৃষ্টিনন্দন হয়। কিন্তু স্থানীয় সিরাজ মিয়া মসজিদের জায়গা দখল করে বিল্ডিং ও দোকানঘর নির্মাণ করে যেমন মসজিদের সৌন্দর্য নষ্ট করেছেন, তেমনি মুসলিম হয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতেই ক্ষ্যান্ত হন নাই, মসজিদের পুকুরটিও দখল করে নিয়েছেন। যা অত্যান্ত দু:খজনক ও অপ্রত্যাশিত। তাই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত অভিযোগ হয়েছে। আশা করছি প্রশাসনের হস্তক্ষেপে মসজিদটি সৌন্দর্য ফিরে পাবে।

    বিষয়টির ব্যাপারে ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার বলেন, এ বিষয়ে স্থানীয় ভাবে সালিস বসেছিল। সবকিছু পর্যবেক্ষণ করে সিরাজ মিয়াকে কাজ না করতে বারণ করেছিলাম। সে আমার কথা কর্ণপাত করে নাই। লোকমুখে শুনেছি সে নাকি কাজ করেই যাচ্ছে।

    অভিযুক্ত সিরাজ মিয়া বলেন, মসজিদটি আমার বাপ-দাদার জায়গায়। বিল্ডিং আমার নিজের জায়গায় করেছি। যদি মাপে মসজিদের জায়গায় বিল্ডিং পড়ে থাকে তাহলে ছেড়ে দিব। মসজিদ কমিটির লোকের সাথে কথা বলে পুকুরে মাছ চাষ করে যাচ্ছি। তবে, দোকানঘর মসজিদের জায়গায়।

    কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর মুঠোফোনে বলেন, বিষয়টি আমার স্মরণ নাই। যদি কেউ এ ধরনের দরখাস্ত করে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৪:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved