• রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেলেন ঢাবি অধ্যাপক

    অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২০ | ৫:২৮ অপরাহ্ণ

    মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেলেন ঢাবি অধ্যাপক

    কাতারভিত্তিক ‘শেখ হামাদ আন্তর্জাতিক অনুবাদ সাহিত্য পুরস্কার’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মারূফ।

    ২০ ডিসেম্বর রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। এটি অনুবাদের নোবেল খ্যাত বিশ্বের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এবারই প্রথম আরবি-বাংলা অনুবাদকে প্রতিযোগিতার একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এই বিভাগের অনুবাদ পুরস্কার হিসেবে তিনি এক লাখ ডলার পাচ্ছেন। খবর বাসসের।

    ৪২টি আরব ও ইসলামি দেশের তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে ঢাবি অধ্যাপক পুরস্কারের জন্য মনোনীত হন। বাংলা ছাড়াও পশতু, সুইডিস, হাউসা, কোরিয়ান ভাষায় ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

    ২০১৫ সাল থেকে প্রতিবছর ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ আরবি ও নির্ধারিত ভাষায় অনূদিত বইয়ের জন্য পুরস্কার দিয়ে আসছে।

    এ বছর আরবি ও ইংরেজির পাশাপাশি ফারসিকে অনুবাদের প্রধান ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাসহ আরও চারটি ভাষাকে (পশতু, সুইডিশ, কোরিয়ান ও হাউসা) পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়। এ বছর অনুবাদের প্রধান ভাষার পুরস্কার হিসেবে দুই লাখ ডলার এবং সাধারণ ভাষার জন্য এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।

    এবার ইংরেজি থেকে আরবি অনুবাদ বিভাগে ‘মধ্যযুগে ইসলামি প্রজাতন্ত্রের চিঠিপত্র’ অনুবাদ করে প্রথম পুরস্কার পান হাবিবা হাসান আবদুল্লাহ। ‘ভাষা, চিপ্রা ও সংস্কৃতি’ নামক বই অনুবাদ করে দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ গালিম। ইয়ান হুয়াং লিখিত অক্সফোর্ড ডিকশনারি অব প্র্যাগমেটিক্স অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন হিশাম ইবরাহিম খালিফা।

    আরবি থেকে ইংরেজি অনুবাদ বিভাগে সাদুল্লাহ ওয়ানুস লিখিত গ্রন্থ অনুবাদ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন রবার্ট মিয়ার্স ও নাদা সাব। সিনান আনতুন লিখিত ‘ফাহরাস’ অনুবাদ করে জোনাসান রাইত তৃতীয় স্থান অধিকার করেন। সুদানের উপন্যাস অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন আদিল বাবিকরা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই অধ্যাপক একজন গবেষক ও লেখক এবং ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved