• শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মধ্যরাতে মৃত্যুর গুজব অভিনেতা কাদেরের

    অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২০ | ১:১৮ অপরাহ্ণ

    মধ্যরাতে মৃত্যুর গুজব অভিনেতা কাদেরের

    অভিনেতা আব্দুল কাদেরকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ রাখা হয়েছে আইসিউতে। এ অভিনেতার অবস্থা এখনো সংকটাপন্ন। এরইমধ্যে বুধবার দিবাগত রাতে আব্দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে বিস্মিত কাদেরের পরিবার।

    জানা গেছে বরেণ্য এই অভিনেতার আগের চেয়ে শারীরিক অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তার শ্বশুর করোনায় আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন জেমি। এছাড়াও অবাক হয়েছেন শ্বশুরের মৃত্যুর গুজব ছড়ানোয়।

    জেমি বলেন, ‘একজন মানুষ মৃত্যুর সঙ্গে প্রতিমুহূর্তে যুদ্ধ করছেন৷ এসময় তার জন্য দোয়া না করে অনেকে মেতেছেন মৃত্যুর গুজব ছড়ানোয়৷ এ নোংরামির কোনো মানে নেই৷ বাবা আল্লাহর রহমতে একটু ভালো আছেন৷ আজ (২৪ ডিসেম্বর) তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে৷ সবাই উনার জন্য দোয়া করবেন।’

    জেমি বলেন, ‘এটা আসলে ভুল তথ্য ছড়িয়েছে। বাবা করোনাভাইরাসে আক্রান্ত নন৷ ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া যায়৷ এতে চিকিৎসকরা মনে করেছিলেন তার করোনা পজিটিভ৷ ২৩ ডিসেম্বর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি করোনা নেগেটিভ৷ এটা খুবই স্বস্তির খবর।’

    অভিনেতা আব্দুল কাদেরের ক্যান্সার ফোর স্টেজে রয়েছে৷ এ বিষয়ে জেমি বলেন, ‘বাবার ব্যাকপেইন ছিল। বেশ কিছুদিন ধরে আমরা দেশের বড় বড় হাসপাতালগুলোয় গিয়েছি। বহু পরীক্ষা-নিরীক্ষা করেও কেউ বাবার ব্যাক পেইনের কারণ উদঘাটন করতে পারলেন না। সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় বাবার টিউমার হয়েছে।’

    তিনি বলেন, ‘এরপর আমরা ভেতরে ভেতরে বাবাকে নিয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সেখানে গিয়ে চেকআপ করা হলে জানতে পারি বাবার ক্যান্সার। শুধু তা-ই নয়, সেটা পুরো শরীরে ছড়িয়ে গেছে।’

    ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আব্দুল কাদের। এরেপরেই নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved