অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২০ | ৩:২৫ অপরাহ্ণ
রাজধানীর মতিঝিল সিটি সেন্টার ভবনের সামনে থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সিটি ভবন থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করতে পারে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে খবর পাই সিটি সেন্টারের সামনের রাস্তায় একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে। এখনও তার পরিচয় মেলেনি। গতকাল রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই যুবকের মৃত্যু কিভাবে হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |