অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর ২০২০ | ১২:৪৬ পূর্বাহ্ণ
বড়দিন ঘিরে নানা রঙের আলোকসজ্জায় সেজেছে ইউরোপের বিভিন্ন শহর। অপরূপ সৌন্দর্য নজর কাড়ছে সবার। মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও পিছিয়ে নেই বর্ণিল আয়োজনে।
এ যেন আলোর রাজ্য। যেখানেই চোখ যায়, নানা রঙের ছোঁয়া। বড়দিন ঘিরে এভাবেই সেজেছে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে সরকারি-বেসরকারি নানা স্থাপনায় আশা জাগানিয়া দ্যুতি।
একজন জানান, চারদিকে প্রচুর আলোকিত পরিবেশও কোভিড পরিস্থিতির জন্য কমই মনে হচ্ছে। তাই প্রার্থনা করবো নতুন বছর যেন শুভ হয়। কেটে যায় ২০২০-এর আঁধার।
অন্য একজন জানান, এক কোটি এলইডি লাইটের সমন্বয়ে পুরো রাজধানী সেজেছে। রঙিন হয়েছে ৪০ কিলোমিটার এলাকা।
বড়দিন ঘিরে চীনের বিভিন্ন প্রদেশও সেজেছে নানা রঙে। তবে প্রতিবারের মতো এবার সরাসরি দেখার দর্শক নেই। ঘরে বসেই টেলিভিশনে উপভোগ করতে হচ্ছে সৌন্দর্য।
লেবানন, ফিলিস্তিনসহ অন্যান্য দেশেও করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা। সবারই আশা, আসন্ন ২০২১ হবে এমনই আলোকিত।
বাংলাদেশ সময়: ১২:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |