খেলাধুলা ডেস্ক | ২০ অক্টোবর ২০২০ | ১১:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সানজিদা ইসলাম। দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন জাতীয় দলের হয়ে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য ২০১৮ নারী এশিয়া কাপ জয়েও দলের সদস্য ছিলেন তিনি।
সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সানজিদা ইসলাম। জীবন-সঙ্গী হিসেবেও বেচে নিয়েছেন আরেক ক্রিকেটারকে। জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে খেলা মিম মোসাদ্দেকের সঙ্গে বেধেছেন জীবনের নতুন জুটি।
২০১৪ সালে বিকেএসপি পাঠ চুকিয়ে রংপুরে ফিরে যান মিম মোসাদ্দেক। এরপর রংপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করেন তিনি। এখানেই দুজনের পরিচয়, এরপর মন দেয়া নেয়া। অবশেষে দুইজনের দীর্ঘ ছয় বছরের প্রেম পরিণত হয়েছে বিয়েতে।
বিয়ের আগে গায়ে হলুদের ফটোশ্যুট করতে সানজিদা-মোসাদ্দেক যান রংপুর স্টেডিয়ামে। সেখানে কাশবনে ফটোশ্যুট করার কথা থাকলেও কিশোরদের খেলতে দেখে ব্যাট হাতে দাঁড়িয়ে যান সানজিদা।
সেসব মুহুর্ত ক্যামেরাবন্দি হয়ে যায় বন্ধুর ক্যামেরায়। সেই ছবি পেয়ে সানজিদা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। সেই ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সানজিদা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশ সময়: ১১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |