অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২০ | ৯:৩৮ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার মুকুন্দগাতী এলাকায় বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
তিনি ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মুকুন্দগাতী এলাকায় কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন।
তখন বরের ফুপুর বাড়ীতে মুকুন্দগাতীর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১১) এর সাথে একই গ্রামের একাদশ শ্রেণির ছাত্র (১৬) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ও বর স্থানীয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।
ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বর ও কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আকতার হোসেন, পেশকার মোঃ হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |