অনলাইন ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২০ | ১১:২২ অপরাহ্ণ
ওয়ার্নারের চোট যেন সহজে না সাড়ে- এমন কামনা করে সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল। খোদ ভারতীয় সমর্থকরাও টুইটারজুড়ে তার সমালোচনায় মুখর । তার স্পোর্টসম্যানশিপ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন ।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ইনিংসের চতুর্থ ওভারে ফিল্ডিংয়ের সময় এক রান বাঁচাতে গিয়ে ব্যথা পান ওয়ার্নার। দলের ফিজিও ও গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে ভর দিয়ে কুঁচকিতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। ওয়ার্নারকে ম্যাচ চলাকালীন সময়ই স্ক্যান করানোর জন্য পাঠানো হয়েছিল। ফলাফলে পাওয়া যায় যে, তার পক্ষে আগামী দুই সপ্তাহ আর খেলা সম্ভব হচ্ছে না । সাদা বলের বাকি ম্যাচগুলো তাই ওয়ার্নারকে ছাড়াই খেলতে হবে স্বাগতিক দলকে।
ভারত দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা রাহুল ওয়ার্নারের চোট নিয়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন । তবে রাহুলের বক্তব্যে আহত হলেন কমবেশি সবাই।
রাহুল বলেন, ‘সে যদি দীর্ঘ সময়ের জন্য এই চোট পেয়ে থাকে তাহলে ভালোই হবে। আমি কোনো খেলোয়াড়ের জন্যই এই কামনা করতাম না, কিন্তু সে অস্ট্রেলিয়ার মূল ব্যাটসম্যান। এটা (ওয়ার্নারের চোট) আমাদের জন্য ভালো হবে।’
রাহুলকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হচ্ছে এমন মন্তব্যের জন্য । তার নিজ দেশের মানুষ এমন মন্তব্য মেনে নিতে পারছেনা ।
বাংলাদেশ সময়: ১১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |