অনলাইন ডেস্ক | ০৮ অক্টোবর ২০২০ | ১১:১৪ পূর্বাহ্ণ
বৃষ্টির পানিতে ডুবে গেছে বিরামপুর খাদ্য গোডাউনে প্রবেশের রাস্তাসহ ভেতরের সমস্ত এলাকা। এতে করে গোডাউন ঘরগুলোতে মজুতকৃত ধান-চালের ক্ষতির আশংকা করছেন কর্তৃপক্ষ।
গত দু’দিনের জোরালো বৃষ্টিতে ব্যপক পানি জমেছে খাদ্য গোডাউনের ভেতরে। পূর্বে বর্ষার পানি যে পথে বের হয়ে চলে যেত এখন সেসব জায়গায় জমির মালিকেরা মাটি দিয়ে ভরাট করায় গোডাউনের ভেতরেই আটকে রয়েছে বৃষ্টির পানি। এতে করে ভেতরে যাওয়া আসাই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। পানির উপরেই চালের গাড়ি আটকে রেখে বস্তাগুলোকে নামাচ্ছেন শ্রমিকেরা।
অন্যদিকে বিষয়টি জানতে পেরে সেখানে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। তিনি গোডাউনের বাহিরে চারপাশে ঘুরে দেখেন এবং পেছনের দিকে কালী মন্দিরের পাশে পতিত জমিতে গোডাউনের পানি বের করার জন্য অন্যত্র রাস্তা কেটে পানি নিষ্কাশনের বিকল্প একটি ব্যবস্থা করে দেন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) রায়হান কবির, পৌর প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুর রহমান হান্না সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |