অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ
জামালপুরে মানবাধিকার কর্মকর্তা পরিচয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও চেক ডাকাতির ঘটনায় ভুয়া মানবাধিকার কর্মকর্তা কাউছার আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের তমালতলা এলাকার কথাকলি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. আব্দুল আজিজের মেয়ে পপি আক্তার বলেন, আমার বাবা অগ্রণী ব্যাংক জামালপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। এখন অবসরে আছেন। শুক্রবার বাসায় কেউ ছিল না। দুপুর সাড়ে ১২ টার দিকে কলিং বেল শুনে বাবা বাসার দরজা খুলেন। দরজা খোলার পর ২ জন পুরুষ ও ৩জন নারী বাসা ভাড়ার কথা বলে আমাদের রুমে ঢুকেন। রুমে ঢুকার পর বাসা ভাড়া নিয়ে কথা শেষে বাবা তাদেরকে বিদায় দেওয়ার জন্য দরজা খুলতে গেলে বাবাকে তারা বাধা দেয় এবং বাবার সাথে ধস্তাধস্তি শুরু করে। বাবা ভয় পেয়ে যায়। পরে তারা তাদের পরিচয় দেয় যে তারা মানবাধিকার কর্মকর্তা।
পপি আক্তার আরও বলেন, আমার বৃদ্ধ বাবা ভয় পেয়ে যান এবং বাবাকে দিয়ে তারা জোরপূর্বক একটি মেয়েকে ধর্ষণের স্বীকারোক্তি দিয়ে মোবাইল ভিডিও ধারণ করে। তাই বাবা তাদেরকে তাদের দাবির কথা জিজ্ঞেস করে। তারা বাবার কাছে কয়েক লাখ টাকা দাবি করলে বাবা দিতে অস্বীকৃতি জানায়। তখন তারা আমাদের বাসার আলমারি খুলে নগদ ৭৬ হাজার টাকা, ২ ভরি স্বর্ণের একটি বালা, ১ ভরি স্বর্ণের একটি চেন , ৩৫ হাজার টাকার দুইটি চেক ও ৩০ হাজার টাকার একটি চেক নিয়ে নেই। বাবার কাছে আরো টাকা দাবি করলে বাবা পরে টাকা দিবে বলে তাদের একজনের ফোন নাম্বার রেখে দেয়। এরপর বাবাকে ভয়ভীতি দেখিয়ে দেড় ঘণ্টা পর তারা চলে যায়। শনিবার সকালে বাবা জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এসব বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, অভিযোগটি আসার পর কাউছার আহম্মেদকে শনিবার দিবাগত রাতে শহরের তমালতলা এলাকার কথাকলি মার্কেটে স্টুডিওর দোকান থেকে গ্রেপ্তার করে এবং ৩টি চেক উদ্ধার করে সদর থানা পুলিশ। বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |