অনলাইন ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২০ | ১:০৫ অপরাহ্ণ
ইঁদুর ও পাখি থেকে বপনের গম বীজে বিষ মিশিয়ে ক্ষেতে ছিটিয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া গ্রামের কৃষক আলম হোসেন। বিষাক্ত ওই বীজ খেয়ে মারা গেছে ১৯৩টি কবুতর। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে কবুতরগুলো মারা যায়।
বিষক্রিয়ায় মৃত কবুতরের মালিকরা হলেন, কালিকাপুর, মহিষভাঙ্গা ও বেড়পাড়া এলাকার ইদ্রিস আলী, রকি, রতন, মাহফুজ, আহসান মোল্লা, মালেক মোল্লা ও টিপু হোসেন। শখ থেকে এসব কবুতর পালন করতেন তারা।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার কৃষক আলম তার জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করেন। শুক্রবার সকালে আশেপাশের এলাকা থেকে কবুতর এসে ওই বীজগুলো খায়। এতে মুহূর্তেই একে একে সবগুলো কবুতর ছটফট করতে করতে বিষক্রিয়ায় ক্ষেতেই মারা যায়।
তিনি আরও জানান, বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম জঘন্য কাজ আইন সমর্থন করে না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |