অনলাইন ডেস্ক | ২৯ নভেম্বর ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ
বিয়ের আসনে সেজেগুজে বসে আছেন নবদম্পতি। অথিতিরা এসে দেখা করছেন এবং নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কিন্তু এমন সময় ঘটে গেল অবাক করা ঘটনা। এক অতিথি এসে বরের হাতে তুলে দিলেন এক-৪৭ রাইফেল।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বিয়েবাড়িতে বরের হাতে তুলে দেওয়া হলো এক-৪৭ রাইফেল। শুনতে অবাক লাগলেও এমনই সত্যিই ঘটনা ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাইফেল। তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে।
তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্বপরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।
তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অনেকেই এতে অবাক হয়েছেন। কেউ আবার মজাও করেন। তবে বেশির ভাগই এই ঘটনার সমালোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |