অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২০ | ৪:২৮ অপরাহ্ণ
অপরাধের তদন্ত করে অভিযুক্তকে ধরতে সাড়ে চার দশকের বেশি সময় লেগেছে যুক্তরাজ্যে। বার্মিংহামে বিস্ফোরণ হয়েছিল ৪৬ বছর আগে, ১৯৭৪ সালে।
উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেলফাস্ট থেকে ৬৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তাকেই দায়ী মনে হচ্ছে। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, বার্মিংহামে ভয়াবহ সেই বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন একশ ৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সব চেয়ে বড় বিস্ফোরণের ঘটনার মধ্যে একটি।
সূত্র : ডয়চেভেলে
বাংলাদেশ সময়: ৪:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |