অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২০ | ১২:১৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে এ ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসি খেলছেন না। ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই আর্জেন্টাইন সুপারস্টার। মেসির সঙ্গে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও বিশ্রামে রাখা হয়েছে।
কিয়েভের বিপক্ষে মেসি ও ডি ইয়ংওয়ের বিশ্রামের ব্যাপারে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, “তারা একটানা খেলে চলেছেন, তাদের বিশ্রাম দরকার। যেহেতু আমাদের (চ্যাম্পিয়নস লিগে) অবস্থান ভালো, তাই তাদের বিশ্রাম দেওয়ার এটাই উপযুক্ত সময়।”
মেসি সত্যিই ব্যস্ত সময় পার করেছেন। বার্সেলোনার হয়ে বটেই, লম্বা ভ্রমণ করে লাতিন আমেরিকায় দুই দফা গিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে। সেখানে আলবিসেলেস্তেদের খেলা চার ম্যাচেই মাঠে নেমেছেন মেসি। ক্লান্তি ভর করা স্বাভাবিক। এখন পর্যন্ত যেহেতু চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বার্সা সব ম্যাচ জিতেছে, তাই বিশ্রাম পেয়েছেন মেসি।
মেসি ও ডি ইয়ংকে বিশ্রাম দেওয়ায় নতুন এক বার্সেলোনার দেখা মিলবে কিয়েভের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে।
বাংলাদেশ সময়: ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |