অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২০ | ১০:৪৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে উপজেলার দহাকুলায় বাড়ির পাশে একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দিনমজুরের নাম আবদুল আজিজ (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে আবদুল আজিজের গলাকাটা মরদেহ পাওয়া যায় একটি বাঁশবাগানের মধ্যে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশী জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |