অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে ধারাবাহিক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মোট ১৩টি মামলা হয়েছে। এ ছাড়া ওই দিনই ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দুটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরো তিনটি মামলা হয়েছে। পুলিশের দায়ের করা মোট ১৬ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭ জনকে। গত বৃহস্পতিবার ঘটনার দিন থেকে আজ রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।
মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির শাহবাগ, পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, ভাটারা, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল থানায় মোট ১৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর ও সূত্রাপুর থানায় যাত্রীবাহী দুটি বাস ভাঙচুরের মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে।’
ডিসি ওয়ালিদ বলেন, ‘পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তরা পূর্ব, কলাবাগান ও তুরাগ থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া ওই সব মামলায় এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ‘ডিএমপির সব ইউনিট আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এসব মামলায় মোট ৫০০-এর অধিক আসামি রয়েছে।’
এসব মামলার আসামিদের পরিচয় সম্পর্কে গতকাল ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে আরো বলেছিলেন, ‘রাজধানীতে কয়েকটি বাসে কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তাদের আমরা শনাক্ত করেছি। তারা একটি রাজনৈতিক দলের সদস্য এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে আমরা জানতে পেরেছি। তাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্টে কঠোর নজরসহ আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। বিস্তারিতভাবে ওই অগ্নিসংযোগের উদ্দেশ্য জানার জন্য আমরা চেষ্টা করছি।’
বাংলাদেশ সময়: ৬:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |