অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিরাজ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। উপজেলার লাউতলা নামক স্থানে কালীগঞ্জ-জীবননগর সড়কে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ কালীগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। তিনি বাসচালকের সহকারী ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শাপলা পরিবহণের একটি বাস আজ সকালে জীবননগর যাওয়ার পথে লাউতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মিরাজ হোসেন নিহত হন। এ সময় আহত হন বাসের পাঁচ যাত্রী।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |