অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর ২০২০ | ১:১০ অপরাহ্ণ
দেশীয় সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। অনেকটা বিশ্রামেই ছিলেন। তবে সামান্য কারণেই গত ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এরপর তাকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সার্বক্ষণিক তার সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক।
এদিকে, ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, বাড়িতে অবস্থানের সময় বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তুলসি। গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি। এমনটাই জানিয়েছে ফারুকের পরিবার। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।
বাবার সংস্পর্শে গিয়েই তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে তুলশির। যার ফলে পরিবারের বাকি সদস্যরাও সতর্ক রয়েছেন।
জানা গেছে, ফারিহা তাবাসসুম পাঠান তুলসির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন। ও কিছু নিয়ম মেনে চলছেন।
বাংলাদেশ সময়: ১:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |