অনলাইন ডেস্ক | ২৩ জুলাই ২০২০ | ৬:৪৭ অপরাহ্ণ
ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার পর মা শিরিন রেজা (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার মাগুরায় সাকিবের মাসহ নতুন করে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মাশরুর শিরিন রেজার শরীরে তেমন কোনও উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ দুপুরে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সাকিব আল হাসানের মা শিরিন রেজাসহ নয়জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ছয়জন পৌর এলাকায় ও সদর উপজেলার তিনজন রয়েছেন। শিরিন রেজা গেল ২০ জুলাই করোনা পরীক্ষা করতে নমুনা দেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। এর আগে সাকিবের বাবা মাশরুর রেজা গেল ১৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন।
সাকিবের মা-বাবা শহরের সাহাপাড়ার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ৬:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |