অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর ২০২০ | ১২:৩৪ অপরাহ্ণ
কমলা হ্যারিসের নানার বাড়ি যে ভারতে, তা এখন প্রায় সবারই জানা। কিন্তু নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ভারতের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
কমলা হ্যারিসের মা দক্ষিণ ভারতের চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে সংসার পেতেছিলেন। অন্যদিকে বাইডেনের দূর সম্পর্কের কিছু আত্মীয় ১৮৭১ সাল থেকে মহারাষ্ট্রের নাগপুর শহরে বসবাস করছেন। এ কথা বাইডেন ২০১৩ সালে মুম্বাইয়ে একটা সফরে গিয়ে উল্লেখ করেছিলেন।
তার সঙ্গে নাগপুরের লেসলি বাইডেনের চিঠি চালাচালিও হয়েছিল। ২০১৫ সালে আবার ওয়াশিংটনে জো বাইডেন বলেন, তার দাদার দাদার দাদা সম্পর্কের জর্জ বাইডেন ইস্ট ইন্ডিয়া কম্পানিতে কাজ করতেন। অবসর গ্রহণের পর তিনি একজন ভারতীয় নারীকে বিয়ে করে ভারতেই থেকে গিয়েছিলেন।
তাদের সন্তান সন্ততি ও বংশধররা এখনো ভারতে আছেন। অনেকেই রয়েছেন নাগপুরে, কেউ কেউ মুম্বাইয়ে। নাগপুরের লেসলি বাইডেন ১৯৮১ সালের এপ্রিল মাসে জো বাইডেনকে চিঠিতে তাদের সম্পর্কের কথা জানিয়েছিলেন।
বাইডেন তার উত্তর দিয়েছিলেন। তারা এ নিয়ে আরও কথাবার্তা বলবেন ঠিক ছিল, কিন্তু লেসলি মারা যাওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। লেসলির নাতনি সোনিয়া জানান, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেন হিসেবে তারা প্রত্যেকেই খুব গর্বিত।
২০২১ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়াশিংটনে যাওয়ার ব্যাপারে সোনিয়া বলেন, আমরা অবশ্যই তার শুভানুধ্যায়ী, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমাদের বহু আত্মীয় নাগপুর ছাড়াও মুম্বাইয়ে, যুক্তরাষ্ট্রে, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায় ছড়িয়ে রয়ে। কাজেই যাওয়া হয়তো হবে না, তবে শুভেচ্ছা অবশ্যই থাকবে।
সূত্র : ভয়েস অব অ্যামেরিকা
বাংলাদেশ সময়: ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |