অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ
এবার শীর্ষ ক্যাথলিক ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসও মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোনে এই অভিনন্দন জানানো হয়ে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক দলের ট্রানজিশন টিম জানায়। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬০ সালে জনএফ কেনেডির পর দ্বিতীয় ক্যাথলিক খ্রিস্টান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনকে ফোন করে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান পোপ। বাইডেনও ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শান্তি, মীমাংসা ও মানুষের স্বাভাবিক বন্ধনকে এগিয়ে নিতে পোপের নেতৃত্বেরও প্রশংসা করেন বাইডেন।
উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে তিক্ত প্রচারে পোপ দ্বিতীয় জন পলের উদ্ধৃতি দিয়েছিলেন বাইডেন। অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে পোপ ফ্রান্সিসের সম্পর্ক ভালো ছিলো না। মেক্সিকো সীমান্তে ২০১৯ সালের শুরুর দিকে অভিবাসীদের ফেরাতে ট্রাম্পের দেয়াল নির্মাণ মানতে পারেননি পোপ ফ্রান্সিস।
উল্লেখ্য, এর আগে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। নির্বাচনে জয় পাওয়ার পর অভিনন্দনে ভাসছেন বাইডেন ও কমলা।
বাংলাদেশ সময়: ৭:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |