অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩১ পূর্বাহ্ণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত আট লাখ কোভিড কিট ও দুটি টেস্টিং ল্যাব দেবে।
সোমবার সকালে সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সঙ্গে একটি দ্বি-পাক্ষিক বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতার চিত্রগুলোর তথ্য আদান-প্রদান করা হয়।
দেশে করোনা ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালে অনুমোদন দেয়া হয়েছে। ভারতের সেরাম কোম্পানি থেকে উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, একইসঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার অ্যাম্বাসেডরের সঙ্গে সরকারের ফলপ্রসু আলোচনাও হয়েছে। করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে সরকার সেটিকে প্রাধান্য দেবে। ব্রিফিংয়ে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর।
বাংলাদেশ সময়: ১১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |