অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ
ওল্ড ট্রাফোর্ডে বাঁচামরার ম্যাচে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টমাস টুখেলের পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচে আজ মাঠে নামবে জুভেন্টাস, বার্সেলোনা, চেলসি, সেভিয়া।
গ্রুপ পর্বের ড্রয়ের পর থেকেই ধারণা করা হচ্ছিল এবারের গ্রুপ অব ডেথ হতে পারে গ্রুপ ‘এইচ’। পঞ্চম সপ্তাহে এসে এখন সেরকম ইঙ্গিতই মিলছে। এখনো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে গত আসরের রানার আপ পিএসজির। প্রিমিয়ার লিগ টেবিলে নবম স্থানে থাকা ওলে গুনা সুলশ্যারের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজকে জয়ের বিকল্প নেই নেইমারদের। ওল্ড ট্রাফোর্ডে তাদের সঙ্গে আজকে পুনর্মিলনী হতে পারে পিএসজির ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং বর্তমানে ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এডিনসন কাভানির।
এই গ্রুপের অন্য ম্যাচে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে আজকে ইস্তাম্বুল বাসাকসেহিরের মোকাবিলা করবে আর বি লাইপজিগ। মেসি, রোনালদোর গ্রুপ ‘জি’তে শেষ ষোলোর লড়াই গত সপ্তাহেই শেষ। তবে আজ নিয়ম রক্ষার ম্যাচে বার্সেলোনা, জুভেন্টাস মুখোমুখি হবে ফেরান্সভারোস ও ডায়নামো কিয়েভের।
গ্রুপ ‘ই’-তেও গত সপ্তাহেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে চেলসি, সেভিয়া। তবে গ্রুপ চ্যাম্পিয়নের তকমাটা বুঝে নিতে আজকে ইউরোপা চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি। গ্রুপ ‘এফ’ এ শেষ ষোলোর লড়াইও প্রায় শেষ। ইতিমধ্যে শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মুখ দেখবে লাজিও।
বাংলাদেশ সময়: ১১:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |