অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২১ | ৯:১৭ পূর্বাহ্ণ
শুধুমাত্র বহুজাতিক প্রতিষ্ঠান এবং অতি ধনী ব্যক্তিদের কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশ বছরে প্রায় সাড়ে ১৪ কোটি ডলারের সমপরিমাণ কর রাজস্ব হারাচ্ছে। এমনটাই জানা গেছে দ্য স্টেট অব ট্যাক্স জাস্টিস ২০২১ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে।
সাম্প্রতিক কর ন্যায্যতার বৈশ্বিক জোট ‘ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক’ ও গ্লোবাল ইউনিয়ন ফেডারেশন পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল যৌথভাবে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে কর রাজস্ব হারানোর কারণে বাংলাদেশের কতটা সামাজিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারও একটি হিসাব দেওয়া হয়েছে।
বাংলাদেশ বছরে প্রায় ১৪ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ কর রাজস্ব হারাচ্ছে। এর মধ্যে ১১ কোটি ৮০ লাখ ডলারের জন্য দায়ি বহুজাতিক প্রতিষ্ঠান এবং ২ কোটি ৬০ লাখ ডলারের জন্য দায়ি ধনি ব্যক্তিরা।
সরকারের হারানো এ কর রাজস্ব দিয়ে ৮৩ লাখ ৬৯ হাজার ৯৯১ জনকে বা দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৩ শতাংশকে করোনার টিকা দেওয়া সম্ভব।
বিদেশে বাংলাদেশের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ১৭০ কোটি ডলার। এটি মোট জিডিপির দশমিক ৬ শতাংশ। এই সম্পদ থেকে সরকার বছরে ২ কোটি ৫৭ লাখ ডলারের কর রাজস্ব হারাচ্ছে বলে স্টেট অব ট্যাক্স জাস্টিস প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, কর রাজস্ব হারানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয়। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারত (১৬৮৩ ডলার) এবং পাকিস্তান (৭৫ কোটি ৯০ লাখ ডলার) দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকায় এরপরে রয়েছে শ্রীলঙ্কা (৭ কোটি ৭৯ লাখ ডলার), আফগানিস্তান (৫ কোটি ২ লাখ ডলার), নেপাল (৩ কোটি ৮৩ লাখ ডলার) ও ভুটান (২ কোটি ৭১ লাখ ডলার)।
তবে কর রাজস্ব হারানো ক্ষেত্রে মালদ্বীপ (৩১ লাখ ৯০ হাজার ডলার) সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ৯:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |