অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২০ | ৭:৩৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিতব্য ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।
আজ ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি অধ্যাপক ডঃ জাকারিয়া মিয়া তার বক্তব্যে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দেশবিরোধী মৌলবাদী মানসিকতা সৃষ্টির সমূহ সম্ভাবনা থাকায়, সার্বজনীন সুষম শিক্ষানীতি প্রণয়নের জোর দাবী জানান যা বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার আবেগ সৃষ্টিতে সহায়ক হবে।
জাকারিয়া মিয়া আরও বলেন, বাংলাদেশের শিক্ষানীতি সার্বজনীন হতে হবে। যাতে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে সহায়ক হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই শিক্ষানীতির আমূল সংস্কার করে নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং সেটার বাস্তবায়ন করা হোক।
উপস্থিত বক্তারা বলেন, স্বাধীনতার বিরুদ্ধ শক্তিকে সামাজিক ও রাজনৈতিকভাবে যে কোন মূল্যে রুখে দিতে আমরা বদ্ধপরিকর এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নীলদল মানবন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি, মাইক্রোবায়ােলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকারিয়া মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কাজী ফারুক হােসেনের সঞ্চালনায় সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড, শামীমা বেগম, অধ্যাপক আশরাফুল আলম, অধ্যাপক ড. রুহুল মােমেন, অধ্যাপক ড. মােঃ মমিন উদ্দীন, ড. প্রতিভা রানী কর্মকার, মােঃ আব্দুস সালাম, মাে. মহিউদ্দীন, ভ. মােবারক হােসেন সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নােমান সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের দ্রুত আইনে বিচার করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ৭:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |