অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২০ | ৫:৪৪ অপরাহ্ণ
খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় স্ত্রীর সাথে অভিমান করে আনোয়ার হোসেন (৫৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মৃতের ভাই ছিদ্দিক আহম্মদ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
উপজেলার উত্তর ডলু এলাকায় একটি গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের ধারণা, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানায়, নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে ভোলায় দ্বিতীয় বিয়ে করেন। এরপর তিনি মানিকছড়িতে থাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে ভোলায় চলে যান। কদিন আগে ভোলা থেকে মানিকছড়িতে ফিরে আসেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত। এরই জের ধরে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |