অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর ২০২০ | ১২:০৪ পূর্বাহ্ণ
ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, মুসলমানদের উপর হামলা ও নিপড়নের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হেফাজতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় সদরের সালথা বাজার জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ঝিনাতুল ইসলাম, হাফেজ মোস্তফা কামাল, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, মুফতি মফিজুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, কাজী কামরুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে সদর বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরণের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ সময়: ১২:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |