অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর ২০২০ | ১১:৫৯ অপরাহ্ণ
ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেরানীগঞ্জ উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
আজ(৩০ অক্টোবর) শুক্রবার জুমা নামাজের পর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এবং সাধারণ মুসল্লীরা এসে জড়ো হতে থাকে।এসময় উপস্থিত লাখো মুসুল্লি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
এসময় কদমতলী গোলচত্বর এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
এছাড়াও কেরানীগঞ্জের হাসনাবাদ বিআরটিএ গোলচত্বর এলাকায়ও ওলামা মশায়েখ ও তৌহিদী জনতা ব্যানারে বাদ’জুম্মা বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
হাসনাবাদ বিআরটিএ সমাবেশে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন মহিউস সুন্নাহ পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ ফরিদ (পীর সাহেব আবদুল্লাহপুর)।
এসময় আরো উপস্থিত ছিলেন মুফতি মো. জাকির হোসেন, মুফতি নজরুল ইসলাম তাহের,মাওলানা সারোয়ার আলম কাশেমী।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি আহমাদুল্লাহ, মুফতি আলমগীর হোসেন, মুফতি আবদুল আজিজ, হাফেজ মাওলানা আতাউর রহমান
২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সা:কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী সা:-এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে বলে উপস্থিত বক্তারা জানান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন,ফ্রান্স রাষ্ট্রপতি বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ করে বলেন, প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন পাঠকরেন। আপনার প্রানের রাসূলকে নিয়ে যে রাষ্ট্র ব্যঙ্গচিত্র তৈরি করে সে আপনার বন্ধু হতে পারেনা, অচিরেই সে রাষ্ট্রের দূতকে প্রত্যাহার করুন।
তিনি আরোও বলেন, পররাষ্ট্র মন্ত্রীকে বলতে চাই ৭২ ঘন্টা মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে হবে। তা না হলে তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |