অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ
দীর্ঘদিন পর বাংলাদেশের স্টেডিয়ামে দেখা গেল দর্শক। সেটাও আবার ফুটবল দিয়ে। যে ফুটবল মাঠে দর্শক হয় না বলে এত অভিযোগ, সেই ফুটবল মাঠই ভরে উঠল দর্শকে। গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি ছিল। একটা আসনও বাকি ছিল না। তবে ফুটবল মাঠে দর্শক ফিরলেও ক্রিকেট মাঠে সহসাই ফিরছে না। দর্শকশূন্য মাঠেই হবে ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এক প্রশ্নের জবাবে বাফুফের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘আপনাদের কি মনে হয়, কোভিড পরিস্থিতে এটা কি ভালো হলো (ফুটবলে দর্শক প্রবেশের অনুমতি)? জানি, এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করেই দর্শক অ্যালাউ করব না। এটাই আমাদের পরিকল্পনা, দর্শকশূন্য মাঠ থাকবে।’
অফিসিয়াল সূচি না থাকলেও ক্রিকেটাররা প্রতিদিনই মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন। তবে তাদের এভাবে অনুশীলনে নিরুৎসাহিত করছে বিসিবি। জালাল ইউনুস আরও বলেছেন, ‘কেউ যদি ঝুঁকি নিতে চায়, তাহলে অনুশীলন করতে পারে। আমরা চাই, যারা স্পন্সরদের অধীনে চলে এসেছে, সেসব খেলোয়াড়রা তাদের আয়োজনের মধ্যেই অনুশীলন করুক। কারণ, দুই-একজন ইতোমধ্যে করোনা পজিটিভ হয়েছেন। টুর্নামেন্টের সময় যাতে কেউ আক্রান্ত না হয়, সে জন্য তারা যেন বায়ো-বাবলে প্রবেশের পরই অনুশীলন করে।’
বাংলাদেশ সময়: ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |