অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ধানমাড়াইয়ের মেশিনে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশাগাড়ী রামদিয়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরকান্দা উপজেলার শ্রী রামদিয়া এলাকার ওয়াজেদ মোল্লার ছেলে ওহেদ মোল্লা ও পোড়াদহ এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে লিটু মোল্লা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি উপজেলার বাঁশাগাড়ী রামদিয়া রেলক্রসিংয়ে পার হচ্ছিল। এ সময় ধান মাড়াইয়ের মেশিন নিয়ে দ্রুত পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি জানান, ওই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |