অনলাইন ডেস্ক | ২১ অক্টোবর ২০২০ | ১১:০৭ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। এসময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে সাঈদ শেখ(৩০) ও বাবু শেখ(৪০) আটক করা হয়।
আটককৃতদের বাড়ি উপজেলার ঘারুয়া বাজার এলাকায়। উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ আল-আমীন আটক সাঈদ শেখকে ২১ দিনের কারাদন্ড এবং বাবু শেখকে ১ হাজা টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাঈদের নিকট থেকে মাছ জব্দের পাশাপাশি ২ জনকে আটক করা হয়। পরে প্রজনন মৌসুমে নিষিদ্ব মা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে তাদেরকে সাজা প্রদান করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক সহ এলাকার সচেতন ব্যক্তি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:০৭ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |