অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২০ | ১০:২৬ পূর্বাহ্ণ
ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফরিদপুর পৌরসভার প্রতিক বরাদ্দের জন্য কবি জসিমউদ্দিন হল ও মধুখালী পৌরসভার প্রতিক বরাদ্দের জন্য মধুখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেয়া হয়। এসময় মেয়র প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি সহ ৪জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২জন ও কাউন্সিলর পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭টি ওয়ার্ড নিয়ে দেশের সর্ববৃহৎ এলাকা নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ভোটার ৭৬ হাজার ৫৭১ জন।
অপরদিকে মধুখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন ও কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মধুখালী পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯হাজার ৯৯২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯হাজার ৯০৩ এবং নারী ১০ হাজার ০৮৯ জন।
বাংলাদেশ সময়: ১০:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |