অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৫:০৬ অপরাহ্ণ
প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক কলেজছাত্রীকে ‘বিয়ের প্রলোভন’ দিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নওগাঁ কের্টে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গত ১ নভেম্বর ওই কলেকছাত্রী বাদী হয়ে আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকার মুরাদ শেখকে (২৯) আসামি করে মামলা দায়ের করে। অভিযুক্ত মুরাদ ওই এলাকার মাহাতাব আলী শেখের ছেলে।
আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসাবে গ্রহন করার জন্য সাপাহার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার রাতে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা এজহার সুত্রে জানা গেছে, নওগাঁর সাপাহারের বেশ কিছু দিন ধরে ওই কলেজছাত্রীর সাথে আদমদীঘির সান্তাহার এলাকার মুরাদ শেখের প্রেম সম্পর্ক গড়ে উঠে। গত ১৮ সেপ্টেম্বর কৌশলে আসামি মুরাদ শেখ বাদিনীকে রাত সাড়ে আটটায় তার বাসায় ডেকে নিয়ে ‘বিয়ের প্রলোভন’ দিয়ে ধর্ষণ করে। এরপর বাদিনী তাকে বিয়ের কথা বললে আসামি বাদিনীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
বাংলাদেশ সময়: ৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |