• রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    প্রস্তুত হয়েই ফিরছেন আশরাফুল

    অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর ২০২০ | ৭:৫১ অপরাহ্ণ

    প্রস্তুত হয়েই ফিরছেন আশরাফুল

    ফিক্সিং বিতর্কে জড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল হয়ে গিয়েছিলেন ভিলেন। হিরো থেকে জিরো-তে চলে যাওয়া আশরাফুল নিষেধাজ্ঞা শেষে অনেক চেষ্টা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। চেষ্টায় হয়তো ত্রুটি ছিল বলেই ফেরা হয়নি জাতীয় দলে। তবে এবার আটঘাট বেধেই নেমেছেন আশরাফুল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে।

    আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন, কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। জানালেন নিজের ও দল সম্পর্কে।

    আশরাফুল মনে করেন বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে রাজশাহী। দলে অভিজ্ঞদের সঙ্গে রয়েছে তারুণ্যের মিশেল।

    ‘আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো মনে করছি আমাদের টিমটা। কারণ আমাদের পুরো টিমটা ভারসাম্যপূর্ণ আমি মনে করি। যেহেতু আমাদের খেলাটা লোকাল প্লেয়ারদের নিয়ে হচ্ছে। আমাদের যে ১৬ জনকে নেয়া হয়েছে সবাই যার যার জায়গা থেকে সেরা। আমাদের তরুণ ক্রিকেটারও আছে আবার অভিজ্ঞও আমরা আছি যারা ঘরোয়াতে পারফর্মার। দল, ম্যানেজম্যান্ট প্লেয়ার মিলিয়ে ব্যালেন্সড টিম।’

    এই টুর্নামেন্ট শুরুর আগে গত তিন মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন আশরাফুল। তার ফলও পেয়েছেন বিপ টেস্টে। বিসিবির দেয়া ১১ মার্কস তুলেছেন ৩৬ বছর বয়সেও। আশরাফুল ভরসা খুঁজছেন সব মিলে।

    ‘আমি এই টুর্নামেন্ট নিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়েছি। শেষ আড়াই তিন মাস ধরেই আমি স্কিল ও ফিটনেস অনুশীলন সব কিছু করেছি। কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। আমি এই কাজগুলো করেছি যখনই ঘরোয়া টুর্নামেন্ট হবে আমি যদি তৈরি থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি পুরোপুরি তৈরি আছি।’

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৭:৫১ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved