• বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    প্রথম গানেই ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম নিয়ে আসছি শিগগির : হিরো আলম (ভিডিও)

    অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০২০ | ৯:৪৪ পূর্বাহ্ণ

    প্রথম গানেই ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম নিয়ে আসছি শিগগির : হিরো আলম (ভিডিও)

    গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের তরুণদের মাঝে। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর আর অল্প সময়েই তা ভাইরাল হয়। এবার একই শিরোনামে গান গেয়েছেন হিরো আলম। আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

    এ বিষয়ে শুক্রবার বিকেলে কথা হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে। তিনি বলেন, জীবনে অনেককিছুই হয়েছি। এবার ট্রাই করলাম শিল্পী হওয়ার। দেখলাম আমি শিল্পী হতে পারবো কি না।… হিরো আলমের কথা শেষ না করতে দিয়ে প্রতিবেদক জানতে চাইলেন কী মনে হলো শিল্পী হতে পারবেন? জবাবে হিরো আলম বললেন, কেন পারবো না? আমি প্রথমবারের মতো গান গাইলাম। কোনো প্রস্তুতি না নিয়েই গেয়েছি।’ কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। তবে আমি সমালোচনা নিয়ে মাথা ঘামাই না।

    সমালোচনা নিয়ে মাথা ঘামান না, তাহলে গান নিয়ে কী কোনো পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি প্রচুর সাড়া পেয়েছি। মানুষজন আমাকে ফোন করেও বলেছে। আমি চেষ্টা করেছি শিল্পী হওয়ার আমার মনে হয় আমি হতে পারবো। অন্তত মানুষজন আমাকে তাই বলছে। সামনে আমার আরো গান আসবে। আর এই গানের মিউজিক ভিডিও করবো। সামনে আমার যেসব গান আসবে সেসবের মিউজিক ভিডিওতে আমিই থাকবো। আর একটা অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি।’

    সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, গান নিয়েও সমালোচনা হচ্ছে তারপরেও বলছেন আপনি আরো গান করবেন? ‘হ্যাঁ অবশ্যই করবো। আমি আগেও বলেছি একটা শ্রেণী আমার ভালো চায় না। এরা আমার সমালোচনা করছে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি আমার মতো চলবে। সামনে যে অ্যালবাম আসছে সেটা আমি আরো যত্ন নিয়ে করবো। আমার ভক্তরা যা চায় আমি তাই করবো। ভক্তরা আমার পাশে আছে।’

    আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপরে নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টকশো কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved