• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ‘প্রত্যেক উইঘুরই মুক্তিযোদ্ধা’: চীনা নৃশংসতার বিরুদ্ধে লড়ার অঙ্গীকার উইঘুর নেতার

    অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর ২০২০ | ১২:১৬ অপরাহ্ণ

    ‘প্রত্যেক উইঘুরই মুক্তিযোদ্ধা’: চীনা নৃশংসতার বিরুদ্ধে লড়ার অঙ্গীকার উইঘুর নেতার

    জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর চীন সরকারের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে উইঘুরদের একজন নেতা বলেছেন, বিশ্বের প্রত্যেক উইঘুরই মুক্তিযোদ্ধা এবং আমাদের জনগণকে মুক্ত না করা পর্যন্ত আমরা থামবো না।

    পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবস স্মরণে বিক্ষোভ চলাকালীন জ্বালাময়ী ভাষণে ওই নেতা বলেন, আমাদের জনগণকে মুক্ত না করা পর্যন্ত আমরা থামবো না। আমরা পিছনে সরে যাবো না। আমাদের অধিকার আছে।

    তিনি আরো বলেন, প্রতিদিন প্রতি ঘণ্টায় আপনার (চীন সরকার) বিরুদ্ধে লড়াই করার মৌলিক অধিকার অবশ্যই আমাদের আছে। সে কারণে আজ আমি বিশ্বের প্রত্যেক উইঘুরকে বলতে চাই, বিশ্বের সকল উইঘুর একেকজন মুক্তিযোদ্ধা।

    গত ১২ নভেম্বর বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত উইঘুর মুসলিমরা চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তার মধ্যে পূর্ব তুর্কিস্তানে এক কোটির বেশি উইঘুর মুসলিমের বসবাস। জিনজিয়াং মোট জনসখ্যার ৪৫ শতাংশই উইঘুর। তাদের অভিযোগ, সংস্কৃতি, ধর্ম ও অর্থনৈতিকভাবে তাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে চীন সরকার।

    মার্কিন কর্মকর্তা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, জিনজিয়াংয়ে মুসলিম জনসংখ্যার প্রায় সাত শতাংশ এখন চীন সরকারের বন্দি শিবিরে রয়েছে।

    পূর্ব তুর্কিস্তান সরকার বলছে, উইঘুর, কাজাখ, কিরগিজ, উজবেক, তাতার এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ তাদের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ৭১ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে।

    গত ছয় বছরে পূর্ব তুর্কিস্তানের ১০ লাখের বেশি মানুষকে, বিশেষ করে মুসলিমদের কারিগরি শিক্ষা এবং পুনর্বাসনের নামে বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। বিভিন্ন ক্যাম্পে, কারাগারে এবং শ্রমশিবিরে আটকে রাখা আছে। অনেককেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে চীন সরকারের নির্দেশ পালনে বাধ্য করার জন্য।

    সেসব বন্দি শিবিরে উইঘুরদের নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং তাদের বিভিন্ন অঙ্গ কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। যদিও চীন সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

    সূত্র : এএনআই

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved