অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শামীম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ পূর্বপাড়া গ্রামের লাল মিয়া ওরফে লালুর ছেলে। এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের লাল মিয়া ওরফে লালুর সাথে প্রতিবেশী সাদা মিয়া ও শাহারুল ইসলামের পায়ে চলার রাস্তায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। গত বুধবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষ ভোলা মিয়ার ছেলে সাদা মিয়া (৪৯) এবং তার ভাই শাহারুল ইসলাম (৪১) লাঠি এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে লাল মিয়ার কিশোর পুত্র শামীম হোসেনের ওপর হামলা করে। এ সময় গ্রামবাসী কিশোর শামীমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় কিশোর শামীম।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাদা মিয়া ও তার ভাই শাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশ সময়: ৯:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |