অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২০ | ৭:৫৬ অপরাহ্ণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে যাতায়াতের রাস্তায় বেড়া দেওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছে একটি পরিবার। এ ঘটনায় বৃহস্পতিবার শহিদুর রহমান নামে একজন ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। শহিদুর রহমান কুন্দইশ গ্রামের মৃত আসাতুল্যা প্রামাণিকের ছেলে।
শহিদুর রহমান জানান, তার বসতবাড়ির পশ্চিম পাশে তার ও প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে সোহেল রানার (৪০) দুই শতক জমির ওপর রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করেন। মঙ্গলবার সকালে সোহেল রানা লোকজন নিয়ে এসে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। বাঁধা দিতে গেলে মারপিটসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি পরিবারসহ গৃহবন্দি হয়ে পড়েছেন তিনি।
এ বিষয়ে সোহেল রানা জানান, শহিদুর রহমান বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাতায়াত করতেন। কোনো রাস্তা বন্ধ করা হয়নি। নিজের জমির নিরাপত্তার জন্য বেড়া দেওয়া হয়েছে।
থানার ওসি আজিম উদ্দীন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৭:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |