অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ১২:১৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারহান মাসুদ বিজয় (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে এবং নিকলী মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শহরের আখড়া বাজার ও নগুয়া এলাকার দু’দল যুবকের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধ্যার পর নগুয়া এলাকায় বিজয়কে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |